মৃদু ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও উত্তর পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল

করাচি, ২৯ অক্টোবর (হি.স.) : শনিবার মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও উত্তর পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল৷ জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে হিন্দু কুশ পার্বত্য এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.২৷ তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি৷ ভূ-পৃষ্ঠ থেকে ১১১ কিমি গভীরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থাকলেও কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি৷ কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি৷
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭৷ গত বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়৷ ভূ-পৃষ্ঠ থেকে কত গভীরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল, তা এখনও জানানো হয়নি৷ কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি৷ কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি৷