রহস্যজনকভাবে অগ্ণিদগ্দ গৃহবধু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ অক্টোবর৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তরুণী গৃহবধূ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আমতলী থানার অধীন পূর্ব ডুকলী এলাকায়৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম সবিতা দাস৷ একদিকে আলোর রোশনায় গোটা রাজ্য দীপাবলির আনন্দে মাতোয়ারা, অন্যদিকে অগ্ণিদগ্দ হয়েছেন গৃহবধূ৷ স্বামীর বাড়িতেই তিনি অগ্ণিদগ্দ হয়েছেন৷ স্থানীয় জনগণ ঐ মহিলাকে উদ্ধার করে জি বি হাসপাতালে ভর্তি করিয়েছেন৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঐ গৃহবধূর শারীরিক অবস্থা সঙ্কটমুক্ত নয়৷ গৃহবধূর মা অভিযোগ করেছন স্বামী মিঠু দাস বিয়ের পর থেকেই অত্যাচার করছে সবিতাকে৷ আশঙ্কা করা হচ্ছে স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সবিতা৷ এই ঘটনা জানিয়ে সবিতার মা মেয়ের জামাই মিঠু দাসের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ যদিও খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷ ঘটনাকে ঘিরে এলাকায়া চাঞ্চল্য বিরাজ করছে৷