নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় উন্নয়নের জন্য বিশ্বব্যাঙ্ক থেকে ১৩৭২ কোটি টাকা পাওয়া যাবে৷ যদিও কেন্দ্রীয় সরাকরের অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী৷ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে জানিয়েছেন, বম্বুয় কম্বাইন্ড সাইকেল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি টারবাইন বসানোর বাপারে আলোচনা হয়েছে৷ এজন্য করচ হবে ২২০ কোটি টাকা৷ এনইসি অথবা এনএলসিপিআর যাতে এই খরচ বহন করে তার জন্য এখনই আপিসিকে দেখতে বলা হয়েছে৷ তিনি জানান, বর্তমানে গ্যাসের অভাবে ২১ মেগাওয়টের একটি টারবাইন বন্ধ রয়েছে৷ দ্বিতীয়টি থেকে ২১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে৷ এই ইউনিট থেকে শেয়ার পাচ্ছে মিজোরাম ও মণিপুর৷ বিদ্যুৎমন্ত্রী আরও জানান, রুখিয়া, বড়মুড়া ও ডম্বুর উৎপাদন কেন্দ্রের সংস্কারের জন্য ৫৫২ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছিল৷ কিন্তু ডম্বুর ছাড়া কেন্দ্রীয় সরকারের কাছে থেকেই এই প্রকল্পটি নিয়ে কোনও সারা মেলেনি৷ তিনি জানিয়েছেন, রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় মানোন্নয়নের জন্য বিশ্ব ব্যাঙ্ক ১৩৭২ কোটি টাকা দিচ্ছে প্রাথমিক পর্যায়ে৷ তবে গ্রামীণ ও শহরে বিদ্যুৎ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্ধ আশানুরূপ না পাওয়ায় কেন্দ্রীয় সরাকরের সমালোচনা করেন তিনি৷
2017-10-14

