চালকের অসাবধানতায় বুলেট ভর্তি গাড়ি দূর্ঘটনায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ অক্টোবর৷৷ বৃহস্পতিবার বিশালগড়ে গ্যাস বুলেট গাড়ি এক চালকের বিনা সতর্কতার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিশালগড় বটলিং সেন্টার৷ এলাকাবাসীর অভিযোগ গ্যাস বটলিং গাড়ির জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও বটলিং কর্তৃপক্ষের এবং চালকের অসতর্কতায় বুলেট গাড়িগুলি রাস্তার পাশে এবং সরকারী অফিস ঘর লাগোয় একটি জায়গায় পার্কিং নিয়ে সবসময় ব্যস্ত থাকে৷ বুধবার বটলিং কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীরা অভিযোগ জানিয়েও কোন করম সুবিধা পায়নি৷ তবে বৃহস্পতিবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে গোটা বিশালগড় অর্ধেকাংশে ধবংসের হাত থেকে রক্ষাপায়৷ বহুবার পূর্বে এধরেনের দুর্ঘটনা ঘটেছিল৷ কর্তৃপক্ষের ইচ্ছা পরিলক্ষিত করা যায়নি এজন্যই অভিযোগ উঠেছে গোটা বিশালগড় জুড়ে৷ গ্যাস ভর্তি বুলেট গাড়িটি যদি বিস্ফোরণ হত তাহলে বিশালগড়ের অধিকাংশ স্থান ধবংসস্তুপে রূপায়িত হত৷