ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, জঙ্গিদের গুলিতে মৃত জওয়ান

পুঞ্চ, ৯ অক্টোবর (হি.স.) : ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনা। রবিবার রাতে পুঞ্চ সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। পালটা জবাব দেয় ভারতীয় সেনারাও। জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা ধরে দু’পক্ষের গুলি বিনিময় চলে। গত বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি সেনারা গুলি চালায়। বিনা প্ররোচনায় ঘণ্টা খানেক গুলি বর্ষণ চলে। ২০১৬ সালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে মোট ২২৮ বার গুলি ছোঁড়ে পাকিস্তান। আর চলতি বছরে ৫ অক্টোবর পর্যন্ত সেই সংখ্যা ছুঁয়েছে ৫০৩।
অন্যদিকে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বুদগামে ড্রাঙ্গ গ্রামে। শহিদ জওয়ান রাষ্ট্রীয় রাইফেলসের ৫৩ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। জানা গিয়েছে, রুটিন টহলদারির সময় আচমকা জওয়ানদের হামলা চালায় জঙ্গিরা।