গোয়া,৮ অক্টোবর (হি.স.): ধুমধাম সহকারে দক্ষিণী রীতিনীতি মেনে বিয়ে করেছেন সামান্থা রুথ প্রভু। বাকি ছিল ক্রিশ্চিয়ান মতে বিয়ে। শনিবার গোয়ার এক চার্চে সেটিও সেরে ফেললেন তাঁরা।
গোয়ার এক পাঁচতারা হোটেলে হিন্দুমতে বিয়ের পর, শনিবার সন্ধে ৬ নাগাদ গোয়ার একটি ক্যাথলিক চার্চে আংটি বদল করেন স্যাম ও চৈ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই রিল লাইফ কাপল এখন রিয়েল লাইফেও কাপল। নিজেদের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত সামান্থা ও নাগা চৈতন্য দুজনেই।
তবে গোয়ায় সামান্থা-চৈতন্য-র বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ১৫০ অতিথি। তবে জানা গিয়েছে, হায়দরাবাদে ছেলের বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করতে চলেছেন নাগার্জুন।
2017-10-08