নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : আমেরিকার প্রতিরক্ষা সচিব জিম মেটিসের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্র থেকে জানতে পারা যাচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়াও দুই দেশের মধ্যে কয়েকশো বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
উল্লেখ্য চিনের সঙ্গে ভারত মহাসাগরে টক্কর দেওয়ার জন্য আমেরিকার কাছ থেকে ২২ টি অত্যাধুনিক গার্ডিয়েন ড্রোন কিনতে চলেছেন ভারত। অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেটি সে জানিয়েছেন দক্ষিণ এশিয়া তথা প্রশান্ত মহাসাগরে রাজনৈতিক স্থিরতা বজায় রাখতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এছাড়াও আফগানিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন জিম মেটিস। তিনি বলেন আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারত যতটা করেছে পৃথিবীর অন্য কোন দেশ তা করেনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠককে ঐতিহাসিক বলে অবিহিত করেছেন আমেরিকার প্রতি রক্ষা সচিব। উল্লেখ্য দুইদিনের সফরে সোমবার ভারতে এসেছেন জিম মেটিস।এদিকে মঙ্গবার সকালে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মেটিস। এর পাশাপাশি সাউথ ব্লকে তাকে তিন সেনার পক্ষ থেকে সামরিক অভিবাদন জানানো হয়।
2017-09-26