BRAKING NEWS

শান্তুনু হত্যার তদন্তে মুখ্যমন্ত্রীকে সিট গঠনের দাবি আগরতলা প্রেসক্লাবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্ঢেম্বর ৷৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মান্দাইয়ে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে তদন্তক্রমে দ্রুত বিচারের ব্যবস্থা করতে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷ আজ সকালে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্যবৃন্দ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন৷ তাঁরা দাবি করেন, শান্তুনু ভৌমিকের হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তের ব্যবস্থা করতে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচারের জন্য যেন রাজ্য সরকার উদ্যোগ গ্রহন করে৷ প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্যদের কাছে সাংবাদিক শান্তুনু ভৌমিকের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এমন ঘটনা ঘটুক তা আমরা কখনোই চাই না৷ এই ঘটনার তদন্তের জন্য সিট গঠনের বিষয়ে তিনি প্রশাসনিক স্তরে আলোচনা করবেন বলে জানান৷ তিনি বলেন, শান্তনু ভৌমিকের পরিবারের পাশে আছে রাজ্য সরকার৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক ও চিত্র-সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে দাবি জানানো হয়৷ আলোচনায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার বিশেষ জ্যাকেট প্রদানের প্রসঙ্গটিও উত্থাপিত হয়৷ মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের মহানির্দেশককে সঙ্গে সঙ্গেই এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন৷ গাড়িতে প্রেস স্টিকার ব্যবহারের প্রসঙ্গটিও আলোচনায় উত্থাপিত হয়৷ উল্লেখ্য, এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী টেলিফোনে তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত, নিহত এবং দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিক ও চিত্র-সাংবাদিকদের যথাসম্ভব ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরণের ঘটনা কখনোই কাম্য নয়৷ এরপরও এমন ঘটনা ঘটলে সীমিত সামর্থ্যের মধ্যেও রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা দানের উদ্যোগ গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *