মেক্সিকো, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : গত ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে হওয়া বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৫। মেক্সিকোর জাতীয় অসামরিক সুরক্ষা সংস্থান প্রধান লুইজ ফিলিপ পিউনেতি এক বিবৃতি শনিবার জানিয়েছেন মেক্সিকোর ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩০৫। তিনি বলেছেন এই ভূমিকম্পে সব থেকে বেশি মৃত্যু হয়েছে দেশের রাজধানী মেক্সিকো সিটিতে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ । এছাড়াও দেশের মোরেলস ও পেবুলা শহরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৭৩ ও ৪৫। উদ্ধার কাজ এখনও চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর ভূমিকম্পে কেপে ওঠে মেক্সিকো। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্র ছিল ৭.১। এই ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের রাজধানী মেক্সিকো সিটি। দেশের রাষ্ট্রপতি এই ভূমিকম্পকে জাতীয় বির্পযয়ের হিসেবে অবিহিত করেছেন।
2017-09-24