শশীকলার ভয়ে জয়ললিতা স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলেছিলেন, দাবি দিন্দিগুলির

সি শ্রীনিবাসন

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : শশীকলার ভয়ে প্রয়াত নেত্রীর জয়ললিতা শরীর-স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলেছিলেন। শনিবার এমনটাই দাবি করলেন তামিলনাড়ুর বন দফতরের মন্ত্রী তথা এআইএডিএমকে নেতা দিন্দিগুলি সি শ্রীনিবাসন।
এদিন শ্রীনিবাসন দলীয় কর্মী, জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমায় ক্ষমা করে দিন। আমরা মিথ্যা বলেছি যে, আম্মা সম্বর, চাটনি, চা খাচ্ছেন যাতে আপনাদের বিশ্বাস হয়, উনি ভাল হয়ে উঠছেন। আসলে কেউই ওনাকে ইডলি, চা খেতে বা গল্পগুজব করতে দেখেনি। সব মিথ্যা। একইভাবে দলের একাধিক নেতার হাসপাতালে জয়ললিতার সঙ্গে দেখা করেছেন, উনি ভাল হয়ে উঠছেন বলে তাঁদের দাবিও পুরোপুরি অসত্য, জানান শ্রীনিবাসন।
শ্রীনিবাসন জানিয়েছেন, জয়ললিতার খবর নিতে যাঁরাই আসতেন, শশীকলার আত্মীয়স্বজনরা তাঁদের তাঁর সঙ্গে দেখাই করতে দিতেন না, উনি ভাল আছেন বলে জানিয়ে বিদেয় করে দিতেন। তাঁকেও দেখা করতে দেওয়া হয়নি।
দলে কোণঠাসা নেতা টিটিভি দিনকরনের অনুগামীরা জয়ললিতার চিকিত্সার ব্যাপারে যাবতীয় সন্দেহ খন্ডনে তাদের হাতে পর্যাপ্ত প্রমাণ আছে বলে দাবি করলেও শ্রীনিবাসন চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে সেই প্রমাণ দেখাক, কমিশনের সামনে যাক!
প্রসঙ্গত, ২০১৬-র ৫ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে জয়ললিতা | তার আগে গত ২২ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল জয়ললিতাকে । সম্প্রতি জয়ললিতার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিশন নিয়োগের কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে পালানিস্বামী। এআইএডিএমকে সভানেত্রীর মৃত্যু নিয়ে রাজ্যবাসীর মনে সংশয় রয়েছে, তাই তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছিলেন উপ মুখ্যমন্ত্রী তথা বিদ্রোহী নেতা ও পনিরসেলভম। শ্রীনিবাসনের দাবি রাজ্যবাসীর সংশয়কেই সমর্থন করছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *