আগ্রা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| শনিবার ভোর ৪টে নাগাদ উত্তর প্রদেশের আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় আগ্রা-গোয়ালিয়র প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই, কারণ প্যাসেঞ্জার ট্রেনটি খালি ছিল| রেল সূত্রের খবর, শনিবার ভোর ৪টে নাগাদ আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় আগ্রা-গোয়ালিয়র প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি| কামরা পরিষ্কার করার জন্য ট্রেনটি কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল, আচমকাই আগ্রা-গোয়ালিয়র প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি বেলাইন হয়ে যায়|
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে বারবার লাইনচ্যুত হয়েছে ভারতীয় রেল| গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর উত্তর প্রদেশের সিতাপুর জেলায় ঠিক একই জায়গায় লাইনচ্যুত হয় দু’টি ট্রেন| তার আগে চলতি মাসের ৭ তারিখ শোনভদ্র জেলায় লাইনচ্যুত হয়ে যায় শক্তিকুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা| তার আগে আগস্ট মাসের ২৩ তারিখ ঔরাইয়া জেলায় লাইনচ্যুত হয়ে যায় দিল্লিগামী কৈফিয়াত্ এক্সপ্রেসের ৯টি কামরা| এখানেই শেষ নয়, আগস্ট মাসের ১৯ তারিখ খাতৌলি জেলায় বেলাইন হয়ে যায় পুরী-হরিদ্বার উত্কল এক্সপ্রেসের ৬টি বগি| মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়, আহত হন অন্তত ৮০ জন|
2017-09-23