বেঙ্গালুরু, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বেপরো্য়া গতির বলি হল এক কিশোর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইলেকট্রিক সিটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েয়েতে। গাড়ির রেসে মেতেছিল ইন্টারন্যাশনাশনাল স্কুলের তিন ছাত্র। সকলেই তাদের মা–বাবার গাড়ি নিয়ে এসেছিল। ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল। ১৭ বছরের এক কিশোর স্কোডা চালাচ্ছিল। প্রচণ্ড গতি থাকায় গাড়িটি ফ্লাই ওভারের রেলেংয়ে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। গাড়িটি একেবারে দুমড়েমুচরে গিয়েছে। অপর দুই কিশোর প্রত্যেকেই ইনোভা চালাচ্ছিল। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে। আহত অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরেই পুলিশ তিন কিশোর ও তাদের মা–বাবার বারুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানিয়েছেন কিশোর তিন জনের বাবা–ই বেঙ্গালুরুর নামী তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত। আহত দুই কিশোর জেরায় জানিয়েছে এর আগেও তারা এধরনের গাড়ির রেস করেছে। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। যদিও বেঙ্গালুরু শহরে রাতে এধরনের গাড়ির রেস এই নতুন নয়। প্রায়ই হয়ে থাকে।
2017-09-18