নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ভারতীয় বায়ু সেনার প্রয়াত মার্শাল অর্জন সিংয়ের। সোমবার সকালে তাঁর মৃতদেহ শায়িত রাখা হয়েছিল দিল্লির বরার স্কোয়্যারে। সেখানে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ককে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমনসহ তিন বাহিনীর প্রধান।
১৭ টি গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সোমবার গোটা দিল্লিজুড়ে সমস্ত সরকারী ভবনগুলিতে অর্ধনিমিত থাকবে জাতীয় পতাকা। গত শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে মারা যান ভারতীয় বায়ুসেনার মার্শাল অর্জন সিং। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমানবাহিনীকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০০২ সালে তিনি ভারতীয় বায়ুসেনার মার্শাল হন। তিনি ভারতের প্রথম পাঁচ তারা প্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন।
2017-09-18