শ্রীনগর, ১০ সেপ্টেম্বর (হি.স.): জম্মু-কাশ্মীরের সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রবিবার জম্মু-কাশ্মীরের পুলিশের একটি সভায় জানান যে কাশ্মীরের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য খোলা হৃদয় নিয়ে যে কোন ব্যক্তি সঙ্গে কথা বলতে রাজি। তিনি কাশ্মীরবাসীদের অনুরোধ করেন যে যদি তাদের কোন অভিযোগ থাকে তাবে তাকে তা জানাতে। কাশ্মীর পুলিশের সঙ্গে এক সভায় রাজনাথ সিং আশা প্রকাশ করেছেন যে কাশ্মীর আবার স্বর্গ হয়ে উঠবে। তিনি জানান যে তিনি বিশ্বাস করেন আগামীদিনে কাশ্মীর হিংসা পরিহার করে আবারও নিজের গৌরবোজ্জল মহিমায় ফিরে আসবে। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন যে পৃথিবী কোন শক্তি কাশ্মীরকে তার গৌরব পুনঃদ্ধার করা থেকে আটকাতে পারবে না।
অন্যদিকে কাশ্মীর পুলিশকে পরিকাঠামোগত ভাবে উন্নতি করার লক্ষ্য কাশ্মীর পুলিশের জন্য অত্যাধুনিক বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কাশ্মীর পুলিশকে বুলেটপ্রুফ গাড়িও দেওয়া হবে বলে তিনি জনিয়েছেন।
স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিং গত মঙ্গলবার কাশ্মীর পুলিশের এএসআই আব্দুল রাশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন আব্দুল রাশিদের মেয়ের কান্না দেখে তার হৃদয়ও বিগলিত হয়ে পড়েছে। তিনি কাশ্মীর পুলিশকে জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের জন্য বার্তায় পাঠিয়েছেন । সেই বার্তা প্রধানমন্ত্রী কাশ্মীর পুলিশের সাহসিকতা ও বীরত্ব দেখে মুগ্ধ।
2017-09-10