নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): নিয়ন্ত্রণ রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফিরে আসাটাই কঠিন ছিল বলে মন্তব্য করেছেন অভিযানের নেতৃত্বে থাকা মেজর মাইক ট্যাঙ্গো।
পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপারে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। ২০১৬ সালে ২৯ সেপ্টেম্বরে সে ঘটনায় জনা ৪০ জঙ্গি খতম করে বুক ঠুকে সেনার সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য ঘোষণা করেছিলেন মেজর বিক্রম সিং। অভিযানের প্রায় এক বছরের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে শিব আরুর এবং রাহুল সিং–এর লেখা ‘ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস: ট্রু স্টোরিস অব মডার্ন মিলিটারি হিরোস’ নামে একটি বইয়ে উঠে এসেছে নানা অজানা তথ্য।
উরিতে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার বদলা নিতেই পাল্টা হামলা চালানো হয়। কোথায় হামলা চালানো হবে, তা নিয়ে শীর্ষ স্তরে গোপনে আলোচনা চলে। মেজর মাইক ট্যাঙ্গো অভিযানের সমস্ত কিছু ঠিক করেন। অফিসার থেকে সাপোর্টিং জওয়ান তিনিই নিয়োগ করেন।
2017-09-10