দাবি আদায়ে ধর্ণা অঙ্গনওয়ারী কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন অঙ্গনওয়ারী কর্মীরা৷ বৃহস্পতিবার সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশের সামনে গণধর্নায় বসেছেন৷ রাজ্য সরকারের বিরুদ্ধে অঙ্গনওয়ারী কর্মীদের বঞ্চনার গুরুতর অভিযোগ তুলেছেন বরিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ৷ আশা কর্মীদের নিয়মিত না করা পর্যন্ত ১৫ হাজার টাকা করে ভাতা, কর্মসংস্থানের নিশ্চিয়তা, ডাই-এন-হারনেস স্কিমের আওতায় নিয়ে আসা, স্বাস্থ্য বিমা ইত্যাদি প্রদান সহ আট দফা দাবি জানিয়েছেন অঙ্গনওয়ারী কর্মীরা৷
এদিন পুরুষোত্তম রায় বর্মণ অভিযোগ করেন, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রনোদিতভাবে অঙ্গনওয়ারী কর্মীদের আর্থিক স্বাবলম্বি করে তুলছে না৷ গত ২৫ বছরে কর্মচারী বঞ্চনা জিইয়ে রেখে ক্ষমতায় টিকে রয়েছে বামপন্থীরা৷ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীরা দায়িত্বশীল হলেও সরকার আর্থিক নিশ্চিয়তায় কেন ঠকাচ্ছে, প্রশ্ণ তুলেন তিনি৷ আশা কর্মীদের অর্জিত অধিকার রক্ষার দাবিতে সবসময় পাশে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷