রাজ্য সরকারের অদূরদর্শীতার খেসারত দিচ্ছে টিআরটিসি ঃ মজদুর সংঘ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ শিল্পের দেখা নেই৷ উল্টে সরকারী অধীনস্ত সংস্থাগুলির অবস্থাও করুণ৷ মূলত, রাজ্য সরকারের অদূরদর্শীতার কারণেই টিআরটিসি’র মতো সংস্থার রুগ্ণ দশা৷ তাই, ত্রিপুরা সড়ক পরিবহন নিগম রক্ষার দাবীতে আন্দোলনে নামছে টিআরটিসি কর্মচারী মজদুর সংঘ৷ সংঘের সাধারণ সম্পাদক স্বদেশ দেব রাজ্য সরকারের বিরুদ্ধে টিআরটিসি ধবংসের অভিযোগ তুলেছেন৷ তাঁর মতে, নিগমকে পুনুরুজ্জীবিত করতে সরকার মোটেও আগ্রহী নয়৷ রাজ্য সরকারের অদূরদর্শীতার কারণেই টিআরটিসি’র রুগ্ণ দশা, তোপ দাগেন স্বদেশবাবু৷ তাঁর মতে, চিন্তাধারার বদল না ঘটলে টিআরটিসি’কে পুনুরুজ্জীবিত করা সম্ভব নয়৷
তাঁর অভিযোগ, বিভিন্ন সরকারী ও সরকার অধীনস্ত সংস্থার কর্মচারীরা অবসরের সময় প্রচুর টাকা বেতন পান৷ কিন্তু টিআরটিসি’র ক্ষেত্রে এর বৈষম্য করা হচ্ছে৷ তাঁর আর অভিযোগ, পরিবহন নিগমের কোন সর্বক্ষনের পরিচালন অধিকর্তাও নেই৷ তিনি বলেন, কর্মচারীদের অধিকার রক্ষার দাবীতে কর্মচারী মজদুর সংঘ প্রথম সম্মেলন থেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াবে৷ তাঁর দাবি, রাজ্য সরকারী কর্মচারীদের ন্যায় টিআরটিসি কর্মীদেরও পেনশন চালু করা, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম প্রদান, টিআরটিসি’কে জনকল্যাণমুখী করা, পুণরায় এলটিসি চালু করা সহ সঠিক সময়ে গ্র্যাচুয়েটি প্রদান করতে হবে৷ পরিবহন নিগমের সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীদের অধিকার রক্ষায় সংঘের আন্দোলন ক্রমশ জোরদার হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি৷