দুশানবে, ৩ সেপ্টেম্বর (হি.স.) : তাজিকিস্তানে মহিলাদের হিজাব পরা নিষিদ্ধ করল সেদেশের সরকার। তবে হিজাব নিষিদ্ধ হলেও মহিলাদের ট্র্যাডিশনাল পোশাক পরা আবশ্যিক বলে জানিয়ে দেওয়া হয়েছে।
মুসলিম অধুষ্যিত তাজিকিস্তানে মহিলাদের হিজাব নিষিদ্ধ করে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবিষয়ে তাজিকিস্তানের আইনসভায় বিলও পাশ হয়েছে। সংস্কৃতিমন্ত্রী শামসিদ্দিন ওরুমবেকজ়োদা জানিয়েছেন, “ইসলামিক পোশাক সত্যিই বিপজ্জনক।” তিনি বলেন, যখন কোনও মহিলা হিজাব পরে থাকেন, তখন অন্যরা সন্দেহের চোখে তাকান। হিজাবের নিচে কিছু লুকিয়ে রাখতে পারেন বলে দুশ্চিন্তায় থাকেন। তাজিকিস্তান আগেও ইসলামিক পোশাকে কটাক্ষ করেছিল। বলা হয়েছিল, ইসলামিক আবরণ “ভিনগ্রহের সংস্কৃতি”। চলতি আইনে সরকারি অফিসগুলিতে মহিলাদের হিজাব পরা ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে। আগস্টের শুরুতেই ৮০০০ মহিলাকে সরকারি অফিসে হিজাব পরতে নিষেধ করেন আধিকারিকরা। যদিও এখনও হিজাব পরলে কোনও জরিমানার কথা ঘোষণা করেনি সরকার।
2017-09-03