রাম রহিমের কুড়ি বছরের কারাদন্ড

রোহতক, ২৮ আগস্ট(হিঃস)৷৷ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদার প্রধান৷ গত শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পাঁচকুলা৷ ডেরা অনুগামীদের তাণ্ডবে মৃত্যু ৩৮ জনের৷ সোমবার সাজা ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই ধরা পড়েছিল কড়া নিরাপত্তার ছবি৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে সুনারিয়া জেলেই নিয়ে আসা হয় বিচারককে৷ সেখানেই রাম রহিমের সাজা ঘোষণা করেন বিচারক জগদীপ সিং৷ এদিন সাজা ঘোষণার প্রক্রিয়া শুরুর প্রথম থেকেই রাম রহিমের যাবজ্জীবন কারাদন্ড চায় সিবিআই৷ সূত্রের খবর, রাম রহিম দোষ স্বীকার করেন৷ বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি৷ তিনি বলেন, আমায় ক্ষমা করে দিন৷ উল্লেখ্য, ২০০২ সাড়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে গোপন চিঠির মাধ্যমে রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক সাধবী৷ তবে শুধু নিজের কথাই নয়, ডেরার আরও অনেক মহিলাকে ধর্ষণ করা হয় বলে চিঠিতে জানান তিনি৷ ওই বছরের ২৪ সেপ্ঢেম্বর ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ ২০০২ সালে সাংবাদিক রাম চন্দর ছত্রপতিকে খুনের অভিযোগ ওঠে রাম রহিম সিংয়ের বিরুদ্ধে৷ সাংবাদিক রাম চন্দর ছত্রপতি সেইসময় রাম রহিম সিংকে নিয়েই খেলাখেলি করতেন৷ এছাড়াও ডেরা সাচ্চা সৌদার ম্যানেজার রঞ্জিৎ সিংকেও খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ তদন্তে নেমে ১৮ জন সাধবীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তাঁদের মধ্যে দুইজন ধর্ষিত হওয়ার কথা স্বীকার করেন৷ ২০৮ সালে রাম রহিমের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়৷ সেই বছরেই বিশেষ সিবিআই আদালতে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়৷ আর অভিযোগ ওঠার ১৫ বছর পর রাম রহিমকে দোষীসাব্যস্ত করে বিশেষ আদালত৷
এদিন ডেরা প্রধানের সাজা ঘোষণা হতেই আইন-শৃঙ্খলা রক্ষায় জরুরী বৈঠকে বসে হরিয়ানা সরকার৷ ধর্ষণ মামলায় গত শুক্রবারই ডেরা সচ্চা সৌদার প্রধান রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে আদালত৷ আর আজ তার ১০ করে ২০ বছরের সাজা ঘোষণা হয়৷ এর আগে গত শুক্রবার আদালতের রায়ের পর যেভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল ডেরা অনুগামীরা তারপর আর কোনও ঝঁুকি নিতে রাতি নয় হরিয়ানা প্রশাসন৷ আইন-শৃঙ্খলা রক্ষায় জরুরী বৈঠকে বসেছে হরিয়ানা সরকার৷ এদিকে এর আগেই রোহতক রেঞ্জের আইজিপি জানিয়েছেন, গন্ডগোল পাকানোর চেষ্টা করলেই দেখামাত্র গুলি করা হবে৷ হরিয়ানার রোহতক জেলা ও সুনারিয়া জেল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এদিকে সিরসা যেখানে ডেরার সদর দফতর রয়েছে সেখানে এখনও জারি রয়েছে কারফিউ৷ আগামীকাল সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ওই সব এলাকায় মোবাইল ও নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ডেরা সাচা সৌদার প্রধান রাম রহিম সিংয়ের সোমবার সাজা ঘোষণা হবে৷ গত শুক্রবারই রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে আদালত৷ এর আগে গত শুক্রবার আদালতের রায়ের পর যেভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল ডেরা অনুগামীরা, তাতে আর কোনও ঝঁুকি নিয়ে রাজি নয় হরিয়ানা প্রশাসন৷ নিরাপত্তার স্বার্থে সুনারিয়া জেলে নিয়ে আসা হবে বিচারককে৷ সেখানেই সাজা ঘোষণা করবেন বিচারকরা৷ এদিকে গন্ডগোল পাকানোর চেষ্টা করলেই দেখামাত্র গুলি করা হবে বলে জানিয়েছেন রোহতক রেঞ্জের পুলিশকর্তা৷ হরিয়ানার রোহতক জেলা ও সুনারিয়া জেল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এদিক দুপুর আড়াইটে নাগাদ জেলেই সাজা ঘোষণা করবেন বিচারক জগদীপ সিং৷ কড়া নিরাপত্তার বিমানে করে তাঁকে জেলে নিয়ে আসা হয়৷ এদিকে ডেরার সদর দফতর সিরসায় কার্ফু জারি করা রয়েছে৷ আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ওই সব এলাকায় মোবাইল ও নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ হরিয়ানার পুলিশকর্তা বি এস সাঁধু বলেন, আজ আইনশৃঙ্খলা রক্ষাই আমাদের কাছে অগ্রাধিকার পাবে৷ পুলিশের পাশাপাশি ২৩ কোম্পানি আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে৷ সাজা ঘোষণার পর দুই রাজ্যে ফের অশান্তি ছড়াতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করেছে গোয়েন্দারা৷ তবে শুধু হরিয়ানা নয়, সতর্ক পঞ্জাব প্রশাসনও৷ সেখানেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রবিবারই নিরাপত্তার স্বার্থে রাম রহিম সিংয়ের প্রায় ৩০ হাজার অনুগামীকে সিরসার ডেরা সাচার সৌদার প্রধান কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷