নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ আগস্ট৷৷ পাষণ্ড পিতা হত্যা করল তার ১০ মাসের শিশু কন্যাকে৷ ঘটনা চাম্পাহাওড় থানা এলাকায়৷ সাংসারিক ঝামেলা এবং কন্যা সন্তান হবার জেরেই প্রাণ দিতে হল মিসা দেববর্র্ম নামে ১০ মাসের শিশু কন্যাটিকে৷ শুধু তাই নয় মিসার জন্মের পর থেকেই সংসারে অশান্তি হয়৷ তার জন্মের ১০ মাস পর মদমত্ত পিতার হাতেই তার মর্র্মন্তিক মৃত্যু হল৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে চাম্পাহাওড় থানার ওসি জানান, থানার সন্নিকটেই বসবাস করত রোস্তম দেববর্র্ম ও তার পরিবার৷ ১০ পূর্বে তার ফুটফুটে কন্যা সন্তানও জন্ম নেয়৷ মেয়ের নাম রাখা হয় মিসা৷ কিন্তু মিসার জন্মের পর থেকেই সংসারে শুরু হয় অশান্তি৷ শুক্রবার রাত আনুমানিক ১২ টা নাগাদ রোস্তম দেববর্মা মদমত্ত কন্যাকে ঘর থেকে ছুড়ে ১০ মিটার দূরে ফেলে দেয়৷ কন্যা সন্তানটি বাড়ির পাশের ছড়াতে গিয়ে পড়ে৷ ঘটনা জানাজানি হতেই ছুটে আসে পুলিশ৷ বহু খোঁজাখুজির পর ছড়া থেকে মৃত অবস্থায় ১০ মাসের শিশু কন্যাকে উদ্ধার করে৷ অবোঝ শিশু কন্যার মর্র্মন্তিক পরিণতি আমাদের সভ্য সমাজের দিকে আরও একবার প্রশ্ণ ছুঁড়ে দিয়ে গেল৷ মায়ের অশ্রুসজল চোঘ বারবারই কনা হত্যাকারী পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছিল৷ এদিকে ঘটনার পর পরই ১০ মাসের শিশু কন্যাকে হত্যাকারী পাষণ্ড পিতা রোস্তম দেববর্র্মকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠায় পুলিশ৷ শনিবার সকালে ময়না তদন্তের পর ১০ মাসের শিশু কন্যার মৃদদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ৷
2017-08-27

