আগরতলা, ২৫ আগস্ট (হিস)৷৷ দিল্লির আনন্দ বিহার স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে৷ যদিও এতে রাজ্যের কেউই আহত হয়নি৷ রাজ্য সচিবালয় সূত্রে জানাগেছ, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটি আনন্দ বিহার স্টেশনে দাঁড়িয়ে ছিল৷ ধর্মীয় গুরু রাম রহিম ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হবার পর পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতেও হিংসা ছড়িয়েেেছ৷ উত্তেজিত জনতা বহু গাড়ি ভাংচুর করেছে৷ এর অঙ্গ হিসাবে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্য প্রশাসনের কাছে খবর রয়েছে, এতে রাজ্যের কেউই আহত হয়নি৷ কারণ ট্রেনে তখন কেউই ছিলনা৷ উত্তরাঞ্চলে বন্যার পর থেকে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে৷ আর এই ট্রেনটির সূচনার পর থেকে কখনওই নির্দিষ্ট সময়সূচি মেনে চলাচল করেনি৷
2017-08-26
