ভারত মহাসাগরে চিনের নৌবাহিনীর যুদ্ধ মহড়া

বেজিং, ২৬ আগস্ট (হি.স) : ভারত মহাসাগরে চিনা নৌবাহিনীর যুদ্ধ মহড়ার খবর প্রকাশ্যে এসেছে। চিনের সরকারি সংবাদ সংস্থা জানিছে যে ভারত মহাসাগরের পশ্চিম দিকে চিনা নৌবাহিনী এই যুদ্ধ মহড়া চালায়।
সূত্র থেকে জানা যাচ্ছে যে এই মহড়ায় চিন তার ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ চাংচুং, মিসাইল সম্ভারে ভরা যুদ্ধ জাহাজ জিংঝহাও ও রসদ বহনকারী জাহাজ চাওহু ব্যবহার করেছে। শত্রুপক্ষে যুদ্ধ জাহাজকে কি করে ধবংস করা যায় ও যুদ্ধে সময় দীর্ঘ দিন ধরে রসদ কি করে নৌবাহিনী কাছে পৌছে দেওয়া যায় তাই এই যুদ্ধ মহড়ার প্রধান বিষয় ছিল।
চিনের সরকারি সংবাদ সংস্থা ঝিনহুয়া মতে বাস্তব যুদ্ধের পরিস্থিতি অনুসারে এই রণ মহড়ার আয়োজন করে চিন। কিন্তু ভারত মহাসাগরের ঠিক কোন জায়গাটায় হয়েছে তা এখনও তারা জানায়নি।
সাম্প্রতিক সময়ে এই প্রথমবার চিন এই নৌ মহড়া ভারত মহাসাগরে করল। পাশাপাশি ডোকলামে অচলাবস্তা জন্য তারা তিব্বতেও সামরিক মহড়ার আয়োজন করেছিল বলে জানা যাচ্ছে।