নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): সংসদের উচ্চকক্ষ রাজ্য সভার সদস্য হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি| শুক্রবার অমিত শাহ ও স্মৃতি ইরানিকে রাজ্য সভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্য সভার চেয়ারম্যান এম বেঙ্কাইযা নাইডু| সংস্কৃতে শপথ গ্রহণের পরই বেঙ্কাইয়া নাইডুকে প্রণাম করেন স্মৃতি ইরানি|
উল্লেখ্য, চলতি মাসে গুজরাট থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্য সভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত শাহ ও স্মৃতি ইরানি| গত ৮ আগস্ট গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছেন তাঁরা| প্রসঙ্গত, এই প্রথম রাজ্যসভায় পা রাখতে চলেছেন অমিত শাহ ও স্মৃতি ইরানি|
2017-08-25
