নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স) : সেন্সর বোর্ড থেকে নিহালনি স্রে গেলেও বিতর্ক পিছু ছাড়ছে না সেন্সর বোর্ডের। মাত্র ১২ দিন হয়েছে সেন্সর বোর্ডের নতুন চেয়ারম্যান প্রসূন যোশী । এরই মধ্যে পাঞ্জাবের একটি সিনেমাকে কেন্দ্র করে আবারও বিতর্কের কেন্দ্রে সেন্সর বোর্ড। প্রসূন যোশীর নেতৃত্বাধীন সেন্সর বোর্ড পাঞ্জাবের সিনেমা তুফান সিংকে সার্টিফাই করতে অস্বীকার করেছে। এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের দাবি সিনেমাটিতে অতিরিক্ত হিংসা থাকার জন্য কারণে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর বোর্ড।
উল্লেখ্য সিনেমাটির মূল চরিত্র তুফান সিং এক খালিস্থানি সন্ত্রাসবাদী। যিনি দুর্নীতিগ্রস্ত আমলা ও পুলিশ অফিসারদের হত্যা করেছিলেন। অতিরিক্ত হিংসাকে সমর্থন করে না সেন্সর বোর্ড। আর তাই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর বোর্ড। উল্লেখ্য বিদেশে রমরমিয়ে চলছে রঞ্জিত বাওয়া অভিনীত এই সিনেমাটি।