নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজধানীর সফদরজং হাসপাতালের ডাক্তাররা। রোগীর পরিজনদের হাতে এক সহকর্মী আক্রান্ত হওয়ার পরে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।কাড বন্ধ থাকার জেরে এদিনও সফদরজং হাসপাতালের জরুরি পরিষেবা বিঘ্নিত। এছাড়া কাজ বন্ধ আছে বহির্বিভাগেও। ডাক্তারদের তরফে দাবি করা হয়েছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ধীর সিং বলেছেন, এখানে ডাক্তারদের আক্রান্ত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। প্রসঙ্গত, রোগী দেখতে দেরি করছেন এই অভিযোগে রোগীর পরিজনদের হাতে সম্প্রতি সফদরজং হাসপাতালের এক ডাক্তার আক্রান্ত হন। এব্যাপারে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্যে কাজ বন্ধের জেরে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা বিপর্যস্ত। রোগীরা এসে ফিরে যাচ্ছেন। রামবতী নামে এক মহিলা বললেন, পুত্রবধূ অন্তঃসত্ত্বা। হাসপাতালে ভর্তি করতে এসে ফিরে যেতে হচ্ছে। এখন কী করব তা বুঝতে পারছি না। ডাক্তাররা ধর্মঘটে যাওয়ায় হাসপাতালে জরুরি পরিষেবা নিতে আসা বহু রোগীকে ফিরে যেতে হয়েছে। এদিকে হাসপাতালের ডাক্তাররা দাবি না মেটা পর্যন্ত আন্দোলন থেকে সরে যেতে নারাজ। সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ধীর সিং বলেছেন, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।