নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট ৷৷ খুনের দায়ে এক ব্যক্তিকে ৫বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছে পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ্ আদালত৷ অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাবাসের রায় দিয়েছে আদালত৷
জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারী রাতে বিশ্রামগঞ্জ থানাধিন পদ্মকুমার পাড়ার গুলিরাই পাড়া এলাকায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়ায় জ্যোতিষ দেববর্র্ম তার ভাই বুদ্ধ দেববর্র্মর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন৷ গুরুতর আহত অবস্থায় বুদ্ধ দেববর্র্মকে রাত ১টা নাগাদ বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে ১৮ জানুয়ারী চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালে ১৯ জানুয়ারি তার মৃত্যু হয়৷ এই ঘটনায় পুলিশ জ্যোতিষ দেববর্র্মকে গ্রেফতার করে৷ মঙ্গলবার বাদি পক্ষের আইনজিবি জানিয়েছেন, এই মামলায় ১১ জন সাক্ষি দিয়েছেন৷ আদালতে অভিযুক্ত জ্যোতিষ দেববর্র্মর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে৷ তবে আদালত এই ঘটনাকে খুনের অপরাধ বলে গণ্য করেনি৷ জ্যোতিষ দেববর্র্মকে নরহত্যার অপরাধে অপরাধি হিসাবে ভারতীয় দণ্ডবিধি ৩০৪এ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত৷ এরই সাথে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ অনাদায়ে আরো ৩ মাস কারাবাসের রায় দিয়েছে আদালত৷