শ্রীনগর, ২২ অগাষ্ট (হি.স.) : সাত সকালেই উপত্যকায় শুরু হল গুলির লড়াই। জঙ্গি এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে চলছে গুলি ও পালটা গুলির লড়াই। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্দওয়াড়া এলাকায় জঙ্গি দমন অভিযানের নামে সেনাবাহিনী। সুকৌশলে জঙ্গিদের চারদিক থেকে ঘিরে ফেলে সেনা জওয়ানরা। এরপরেই শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। সেনাবাহিনীর দাবি দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে।
২০১৬ সালের জুলাইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির। এরপর থেকেই বিভিন্ন ঘটনায় উত্তপ্ত হয়েছে কাশ্মীর। সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার বিক্ষোভে সরব হয়েছে অনেক বিচ্ছিন্নতাবাদীরা। বুরহানের পরবর্তী এক বছরেরও বেশি সময়ে সেনাবাহিনীর হাতে খতম হয়েছে বহু জঙ্গি। বিভিন্ন সময়ের গুলির লড়াইয়ে জখম হয়েছেন অনেক সেনা জওয়ান। শেষ পাওয়া খবরে এখনও চলছে গুলির লড়াই।