BRAKING NEWS

আরও কিছু নতুন দায়িত্ব পেলেন পন্নিরসেলভাম

চেন্নাই, ২২ আগস্ট (হি.স.): মঙ্গলবার থেকে আরও কিছু দায়িত্ব ন্যস্ত হল তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভামের কাঁধে। রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের অফিস সূত্রে এখবর জানা গিয়েছে।
সূত্রের খবর, ও পন্নিরসেলভামের নতুন দায়িত্বের মধ্যে রয়েছে বিধানসভা, পরিকল্পনা, নির্বাচন ও পাসপোর্ট বিভাগের দায়িত্ব। পন্নিরসেলভামের আগে এই দায়িত্বগুলি ন্যস্ত ছিল বিধায়ক ডি জয়াকুমারের হাতে।
পন্নিরসেলভাম নতুন এই দায়িত্বগুলি পাওয়ার পরে ডি জয়াকুমারের হাতে পার্সোনেল ও প্রশাসনিক সংস্কার এবং মৎস্য বিভাগের দায়িত্ব ন্যস্ত হয়েছে। পন্নিরসেলসভাম ইতিমধ্যে অর্থ, আবাসন, গ্রামীণ আবাসন, নগরোন্নয়ন, নগর পরিকল্পনা ও চেন্নাই মেট্রোপলিটান ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব সামলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *