পুলিশের দুর্বলতায় জামিনে মুক্তি পেল তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ পুলিশ পিটিয়েও পুলিশের দুর্বলতায় জামিনে মুক্তি পেল তিন অভিযুক্ত৷ অভিযুক্তরা যথাক্রমে প্রীতম সাহা, অনিরুদ্ধ চক্রবর্তী ও তথাগত দাস ছাড়া পেয়ে যাওয়ার কার্য কুশলতা নিয়েও প্রশ্ণ চিহ্ণ তৈরি হয়েছে৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, রাতে পূর্ব থানার পুলিশ মোবাইলে বেরিয়ে জয়গুরু পুকুর পারে একদল মদ্যপ যুবককে দেখতে পায়৷ পূর্বথানার পুলিশ অফিসার বিজয় দাস রাতে এই যুবকদের নির্জন জায়গায় উপস্থিতির কারণ জানতে চায়৷ কিন্তু মদ্যপায়ীরা সংঘবদ্ধ ভাবে বিজয় দাসকে শারীরিক নিগ্রহ করে যাতে তার কানে মারাত্মক আঘাত লাগে৷ এই ঘটনা প্রত্যক্ষ করে সহকর্মী অন্যান্য পুলিশ এগিয়ে আসতেই আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলেও ৩ মদ্যপকে আটক করে পুলিশ৷ ধৃতদের রিমান্ডের আবেদন জানয়ে আদালতে হাজির করা হয়৷ কিন্তু এরা জামিনে মুক্তি পেয়ে যায়৷ পুলিশের কারণেই এই ৩ অভিযুক্ত পুলিশকে পিটিয়েও জামিনে ছাড়া পেয়ে যায় বলে আদালত সূত্রে খবর৷ কারণ কর্মরত অবস্থায় পুলিশ অফিসারকে মারধরের অভিযোগ থাকলেও পুলিশ এদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় উশৃঙ্খল আচরণের অভিযোগ ফরোয়ারর্ডিং রিপোর্ট উল্লেখ করে৷ যার ফলে অভিযুক্তরা সহজেই জামিনে মুক্তি পেয়ে গেছে বলে অভিযোগ৷