নয়াদিল্লি, ২০ অগাস্ট (হি.স.) : আর একটা দিনের অপেক্ষা তার পরেই এক হয়ে যাবে দ্বিধাবিভক্ত এডিএমকে। তার প্রস্তুতি ঘিরে এখন জল্পনা তুঙ্গে দুই শিবিরে। মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে বিবাদের জেরে শনিবার জায়গায় সেটি সোমবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকছেন ইডাপডি পালানিস্বামী। আর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পনিরসেলভাম। তবে এই সিদ্ধান্তেও খারিজ হয়ে যেতে পারে, যদি দলের সাধারণ সম্পাদক শশিকলা পদে নাক গলান। সোমবারের দুই শিবিরের মিলন যজ্ঞে পালানিস্বামী শিবির থাকছে সরকারের নেতৃত্বে আর পনিরসেলভাম শিবিরের হাতে থাকছে দলের রাশ। সব ঠিক থাকলে শশিকলার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনায় রয়েছে পনির শিবির। এখনও পর্যন্ত শশিকলার সইয়ের পরেই পার্টির তহবিলের টাকা খরচ করা যায়। সেই ক্ষমতা আর শশিকলার হাতে রাখতে চাইছে না এডিএমকে।