চুরি যাওয়া লেপটপসহ গ্রেপ্তার ৯ম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ আগস্ট৷৷ জুন মাসের ১৭ তারিখ চড়িলামের একটি বেসরকারী সুকল থেকে কিছু কম্পিউটার সামগ্রিসহ একটি দামী লেপটপ চুরি হয়েছিল৷ শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে আনন্দমার্গ সুকলের একজন শিক্ষক জানতে পারে চড়িলাম ঐ বিদ্যালয়ের নিকটে বসবাসকারী পুলিন ঘোষের নাবালক ছেলে প্রসেজিৎ ঘোষ একটি লেপটপ বিক্রির জন্য দক্ষিণ চড়িলাম, কড়ইমুড়া, ধারিয়াথল সহ বিভিন্ন স্থানে ঘুরে৷ তখন কড়ইমুড়ার এক যুবকের সন্দেহ হয় নিশ্চয় চুরি করা সামগ্রী৷ এবং খবর নিয়ে দেখা গেছে ঠিকই চড়িলাম আনন্দমার্গ সুকল থেকে যে কম্পিউটার লেপটপ চুরি হয়েছিল সে একই কোম্পানীর৷ লেপটপের মধ্যে সফটওয়ার সবগুলিই ওড়িয়ে দেয় সে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে ঘটনার বিস্তারিত জেনে তাকে জেরা করে জানতে পারে পুলিন ঘোষের বাড়ির সিলিং এর উপর লুকিয়ে রেখেছে লেপটপটি৷ তখন নামিয়ে আনে পুলিশ৷ লেপটপের সঙ্গে যে কম্পিউটার সামগ্রী ছিল তাও খাটের নিচ থেকে বের করে দেয়৷ নবম শ্রেণীর ছাত্র প্রসেজিৎ ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে বিশালগড় থানায় নিয়ে যায়৷ পুলিশের ধারনা তার সাথে যুক্ত রয়েছে অন্য কেউ৷