আইআইটি-সহ দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিপুল সংখ্যক শূন্যপদ

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): দেশের আইআইটি, ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচুর পদ ফাঁকা পড়ে রয়েছে।সূত্রের খবর, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপক-অধ্যাপিকাদের শূন্যপদের সংখ্যা ৫৩.২৮ শতাংশ। অন্যদিকে, এনআইটিগুলিতে ৪৭ শতাংশ পদ ফাঁকা পড়ে রয়েছে।

জানা গিয়েছে, দেশে নতুন যে আইআইটিগুলি তৈরি করা হয়েছে, সেখানেও শূন্যপদের ক্ষেত্রে একই পরিস্থিতি। সেখানে শূন্যপদের সংখ্যা ৩৫ শতাংশ। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর একর জানিয়েছেন। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন, ওই সমস্ত ক্ষেত্রে শূন্যপদগুলি পূরণ করতে আগামী ১৫ দিনের ভিতর কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করবে। জাভরেকর আরও জানিয়েছেন, এবছরের শেষাশেষি মোট ৭৫ শতাংশ ক্ষেত্রে শূন্যপদগুলি পূরণ করা হবে।

এছাড়াও আইআইএম বা ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে শূন্যপদের সংখ্যা এখন ২৬.০১ শতাংশ। জানা গিয়েছে, ইন্দোর আইআইএমে শূন্যপদের সংখ্যা ৫১ শতাংশ, কলকাতায় ৪১ শতাংশ।

অন্যদিকে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতেও একই পরিস্থিতি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের খতিয়ান অনুসারে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে শূন্যপদের সংখ্যা ছিল ৩০০টি। ইতিমধ্যে ২০০টি পদে নিয়োগ করা হয়েছে। বাকি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তাছাড়া, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জাভরেকর জানিয়েছেন, আগামী মাসেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির শূন্যপদে নিয়োগ করা হবে।