বিয়ে করতে চলেছেন রিয়া সেন

কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): এমাসে বিয়ে মুনমুন সেনের ছোটমেয়ে রিয়া সেনের। রিয়া বিয়েটা সেরে নিয়ে ফিরছেন পর্দাতেও। একতা কাপুরের রাগিণী এমএমএস নামে ওয়েব সিরিজের মারফত পর্দায় ফিরছেন রিয়া।
বেশ কিছুদিন ধরে ছবির জগতের বাইরে ছিলেন রিয়া। তবে রুপোলি পর্দায় রিয়া প্রবেশ করেছিলেন স্টাইল ছবিতে। এরপরে অবশ্য কাজ করেছেন বেশ কয়েকটা ছবিতে। রিয়া কাজ করেছেন ঝঙ্কর বিটস, কেয়ামত, শাদি নম্বর ওয়ানের মতো ছবিতে। এরপরে সাম্প্রতিক সময়ে কিছুদিন ছবির জগতে কাজ বন্ধ রেখেছিলেন তিনি।
রিয়া এমাসে বিয়ে করতে চললেও বিয়ের দিন এখনও জানা যায়নি। তবে রাগিণী এমএমএস ওয়েব সিরিজের শ্যুটিংয়ের আগেই বিয়েটা তিনি সেরে ফেলছেন বলে জানা গিয়েছে। নিজের দীর্ঘদিনের বন্ধু শিবম তিওয়ারিকে বিয়ে করছেন রিয়া। শিবমের সঙ্গে তাঁর বন্ধুত্বের পরিণতি হতে চলেছে পরিণয়ে।