BRAKING NEWS

রেফারিকে ধাক্কা মারায় ১২ ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন সিঅারসেভেন

বার্সেলোনা, ১৪ অগাষ্ট (হি.স.) : মাঠে খেলা চলাকালীন রেফারিকে ধাক্কা মারায় ১২ ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে সিঅারসেভেনকে৷ মরশুমের প্রথম ‘এল ক্লাসিকো’ গোল সেলিব্রেশন করার পর রোনাল্ডো ভাবতেই পারেন নি, তাঁর জন্য এবার সামনে নির্বাসনের খাঁড়া ঝুলছে! লাল কার্ড দেখে মেজাজ হারান এই পর্তুগিজ মহাতারকা৷ মেজাজ হারিয়ে রেফারিকে ঠেলে দেন সিআর সেভেন৷ রেফারিকে ঠেলে দিয়ে ১২ স্পানিশ লিগে ম্যাচ নির্বাসনে যেতে হল এই রিয়াল তারকাকে৷
ম্যাচের ৭৯ মিনিটে ইস্কোর বাড়ানো বল ধরে জেরার্ড পিকেকে আউট সাইড ডজে কাটিয়ে গোল করেন রোনাল্ডো৷ গোল করেই তিনি তাঁর ‘ট্রেডমার্ক’ গোল সেলিব্রেশন করেন৷ জার্সি খুলে খালি গায়ে দাঁড়িয়ে পড়েন পর্তুগিজ মহাতারকা৷ ফলে রেফারি রিকার্ডো ডি’বার্জোস প্রথমবার তাঁকে হলুদ কার্ড দেখান৷ এরপর ৮১ মিনিটে আবার গোল করায় সুযোগ পেয়েছিলেন সিআর সেভেন৷ উমিতির ধাক্কায় বক্সের মধ্যে পড়ে যান তিনি৷ রেফারির কাছে পেনাল্টির আবেদন করেন চারবারের বর্ষসেরা ফুটবলার৷ কিন্তু রেফারি ‘প্লে অ্যাকটিং ভেবে লাল কার্ড দেখান রোনাল্ডোকে৷ উত্তেজিত সিআর সেভেন রেফারিকে ঠেলে দেন৷ ম্যাচের পর রিপোর্টে রোনান্ডোর বিপক্ষেই রিপোর্ট জমা দেন রেফারি৷ স্প্যানিশ ফুটবলের ৯৬ নম্বর ধারা অনুযায়ী তাঁকে ১২ ম্যাচ মাঠের বাইরে বসেই কাটাতে হতে পারে৷ তবে এই নিষেধাজ্ঞা শুধু স্পেনের ঘরোয়া ম্যাচের ক্ষেত্রেই জারি থাকবে৷ আন্তর্জাতিক ম্যাচ বা চ্যাম্পিয়ন্স লিগে তাঁর খেলতে কোনও বাধা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *