স্বাধীনতা দিবসে জঙ্গি-নাশকতা ঠেকাতে জোরদার প্রস্তুতি সীমান্ত জেলা করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ১১ আগস্ট, (হি.স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা করিমগঞ্জে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। গত দিনকয়েক থেকে জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস এবং কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা কুকুর, অত্যাধুনিক সরঞ্জামের সাহায্য যাত্রীবাহী বাস-ট্রেনে, হাটে-বাজারে, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে, জনবহুল এলাকা এবং সন্দেহজনক স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে।
উল্লেখ্য, রাজ্যের সদর দফতর এবং কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ থেকে স্বাধীনতা দিবস বা এর আগে জঙ্গি নাশকতার আশঙ্কা করে বার্তা পাওয়ার পর করিমগঞ্জ পুলিশ তোড়জোড় শুরু করে দিয়েছে। গত মাসকয়েক থেকে করিমগঞ্জে বাংলাদেশ থেকে আসা সন্দেহজনক লোকজনের আনাগোনা অব্যাহত আছে। ইতিমধ্য বেশ কয়েকজন বাংলাদেশি যুবককে পুলিশ এবং বিএসএফ আটক করেছে জেলার নানা এলাকা থেকে। তদন্তের স্বার্থে কিছু না বললেও ধৃতদের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জেএমবি-র সম্পর্ক উড়িয়ে দিচ্ছে না পুলিশ প্রশাসন।
করিমগঞ্জে ধৃত বাংলাদেশিদের মধ্যে সব থেকে বেশি ত্রিপুরা ও মেঘালয়ের সীমান্ত দিয়ে অসমে প্রবেশ করেছে। ধৃত কয়েকজন বাংলাদেশি জানিয়েছে, সীমান্তে দালালদের মাধ্যমে তারা এ দেশে প্রবেশ করেছে। এর জন্য তাদের দুই থেকে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। আবার কেউ কেউ জানিয়েছে, তারা সীমান্ত সুরক্ষা বাহিনীর চোখে ধুলো দিয়ে জঙ্গলপথে নতুবা কালভার্টের নীচে হিউম পাইপের ভিতর দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাছাড়া অবৈধ পাচারকারিদের সঙ্গেও কোনও কোনও বাংলাদেশির আগমন হয় ভারতে।
পাকিস্তানের আইএসআই-এর মদতপুষ্ট বাংলাদেশের জেএমবি এবং জামাত-এ-ইসলাম উত্তরপূর্ব ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে ৭১তম স্বাধীনতা দিবসে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে গোয়েন্দা-আশঙ্কাকে সামনে রেখে বিএসএফ তাঁদের টহলদারিও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে অসম পুলিশের সেকেন্ড ডিফেন্স লাইনও সন্দেহমূলক স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, স্বধীনতা দিবসকে সামনে রেখে করিমগঞ্জ পুলিশ অতিশয় সতর্ক। তিনি জানান, যেহেতু করিমগঞ্জ ভারত-বাংলা সীমান্ত জেলার পাশাপাশি ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্যে সীমান্ত, সুতরাং সতর্কতা একটু বেশিই নিতে হচ্ছে। পুলিশ সুপার জেলার সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, জনবহুল এলাকা যেমন যাত্রীবাহী গড়ি, ট্রেনে বা অন্য কোথাও যদি পরিত্যক্ত সন্দেহজনক সামগ্রী কিংবা সন্দেহজনক গাড়ি অথবা সন্দেহজনক লোক নজরে পড়ে তা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে।
করিমগঞ্জের পুলিশ সুপার আরও জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার নানাস্থানে রাজ্য পুলিশ, সিআরপিএফ, বিএসএফ নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে যাবে। তাছাড়া বেশকিছু স্পর্শকাতর এলাকায় পুলিশ ও সিআরপিএফ-এর টহলও নিয়মিতি থাকবে। করিমগঞ্জ সরকারি স্কুলের খেলার মাঠে জেলাস্তরে কেন্দ্রীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সরকারি নানা অনুষ্ঠান থাকবে। তাই সুরক্ষার দিকে লক্ষ রেখে অনুষ্ঠান চত্বরকে বিশেষ নিরাপত্তার চাদরে মোড়ে দেওয়া হযেছে।
এদিকে, গত বেশ কিছুদিন ধরে এই মাঠে প্যারেড অনুশীলন চলছে। এবার কোন মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন তা এখনও সরকারিভাবে ঘোষণা করা না হলেও স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে। স্বাধীনতার এবার ৭০ বছর পূর্তি হওয়ায় সরকারি-বেসরকারিভাবে নানা অনুষ্ঠানেরও প্রস্তুতি চলছে করিমগঞ্জ জেলাজুড়ে।