বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে নজির দাভিন্দর সিংয়ের

লন্ডন, ১১ অগাষ্ট (হি.স.) : বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাস তৈরি করলেন দাভিন্দর সিং কাঙ৷ প্রথম ভারতীয় হিসেবে তিনি জ্যাভলিন থ্রো’য়ের ফাইনালে উঠলেন৷ দাভিন্দরের এই কৃতিত্বের দিনে অবশ্য ছিটকে গিয়েছেন আরেক ভারতীয় নীরজ চোপড়া৷
বৃহস্পতিবার জ্যাভলিন থ্রো’র যোগ্যতা অর্জন ছিল৷ টুর্নামেন্টে নামার আগে কাঁধের চোটে ভুগছিলেন দাভিন্দর৷ তাই কতদূর এগোবেন তা নিয়ে একটা সংশয় ছিল৷ কিন্তু কাঁধের চোটকে উপেক্ষা করেই ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন তিনি৷ ৮৪.২২ মিটার থ্রো করে যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বর হয়েছেন তিনি৷ নীরজ অবশ্য যোগ্যতা অর্জনের দুরত্ব পার করতে পারেননি৷ মাত্র ৮০.২৫ মিটার দুরত্ব থ্রো করেন তিনি৷