নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ নিয়মিতকরণ সহ ১২ দফা দাবীতে আন্দোলনমুখী ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি (সর্বশিক্ষা ও
রামসা)৷ মঙ্গলবার রাজধানীতে মিছিল করে মহাকরনে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে সংগঠনের একটি প্রতিনিধি দল৷ সর্বশিক্ষা টিচার্স এসোসিয়েশনের অনশন প্রত্যাহার হতেই সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুণরুদ্ধার করতে হগব সংগঠনের ছায়াসঙ্গীরা কর্মচারী দরদী শ্লোগান তোলে গণডেপুটেশনে মিলিত হয় মন্ত্রীর সঙ্গে৷ কেন্দ্রের উপর দোষ চাপিয়ে দপ্তরের মন্ত্রী এই মুহুর্তে নিয়মিতকরণ নিয়ে কোন আশ্বাস দেয়নি বলে মহাকরণ সূত্রে খবর৷ হতচকিত ঘটনা ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির নেতৃত্বরা কর্মীদের ভোটের মুখে মগজ ধোলাই করতে গিয়ে আশার বানী শুনালেন৷ রাজ্যে শ্রমিক দরদী বামফ্রন্ট সরকার রয়েছে৷ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও নিয়মিতকরণ নিয়ে সরকারের সদর্থক ভাবনাচিন্তা রয়েছে বলে দাবী করেছে সংগঠনের সম্পাদক৷
এদিকে, রাজ্যপালের হস্তক্ষেপে সর্ব-শিক্ষা শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহারের পরেই সংগঠনে ভাঙন ধরানোর চেষ্টায় অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে৷ অন্যদিকে ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযান টিচার্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে রাজ্যপালের কথায় তারা সন্তুষ্ট৷ এখন রাজ্য সরকার রাজ্যপালের পরামর্শ মত তাদের দাবী পূরণ না করলে বৃহত্তর আন্দোলনে যাবে সংগঠন৷ ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযান টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্ম আজ সন্ধ্যায় বলেন, রাজ্যপাল তথাগত রায় দাবীর গুরুত্ব অনুভব করেছেন৷ তবে তিনি অসুস্থ৷ তিনি ফিরে এলে সংগঠনের প্রতিনিধদল রাজভবনে গিয়ে তার সঙ্গে মিলিত হবেন৷ রাজ্যপালের কথায় রাজ্যসরকার সর্ব-শিক্ষার শিক্ষকদের নিয়মিত না করলে এই রাজ্যে এমন আন্দোলন গড়ে তোলা হবে যা এর আগে কেউ দেখেনি৷ কারণ এটা বাঁচার লড়াই৷ তিনি আরও বলেন, রাজ্যের শাসক দল অ্যাসোসিয়েশনে ভাঙন ধরানোর ব্যার্থ চেষ্টা করছে৷ তবে আমরাও সিপিআইএম’রই সঙ্গে ছিলাম৷ আজ যারা ক্ষমতায় তারা আমাদের লড়াই সংগ্রামের ফলে সেখানে পৌঁছতে পেরেছেন৷ এখন সব ভুলে গিয়ে আমাদেরই শোষণ করছে৷ তার আর চলতে দেওয়া যাবেনা৷ প্রলোভন দেখিয়ে সংগঠন ভাঙার চেষ্টা করে যারা আন্দোলন রুখে দেবেন ভাবছেন, তারা ভুল করছেন৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্যপালের হস্তক্ষেপে অবশেষে ৭ দিনে আমরণ অনশন প্রত্যাহার করে নেয় সর্ব-শিক্ষার শিক্ষকরা৷ গত ১লা আগস্ট থেকে ওরিয়েন্ট চৌমুহনী আরণ অনশনে বসে ত্রিপুরা সর্ব-শিক্ষা অভিযান টিচার্স অ্যাসোসিয়েশন৷ টানা ৬ দিন অতিক্রান্ত হবার পরও নীরবতা পালন করে রাজ্য সরকার৷ অনশনের ৭ম দিনে রাজভবন থেকে রাজ্যপলের সচিব অনশন মঞ্চে ছুটে আসেন৷ রাজ্যপালের দূত হিসাবেই আসেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডঃ অরুণোদয় সাহা৷ তিনি অনশনকারীদের সাথে কথা বলেন৷ রাজ্যপাল অসুস্থতার কারণে রাজ্যের বাইরে৷ তবে রাজ্যপাল তথাগত রায় অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্র্মর সাথে কথা বলেন৷ বাকি সবার স্বাস্থ্যের খোঁজ খবর নেন৷ রাজ্যপালের কাছ থেকে মধ্যস্থতার আশ্বাস পাওয়ার পর অনশন প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন৷ কিন্তু সংগঠন ভাঙার চেষ্টায় পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আবার জটিল হবার সম্ভাবনা হয়েছে৷
2017-08-09

