গুয়াহাটি, ০৭ আগস্ট, (হি.স.) : আসন্ন ১৫ আগস্টকে নির্ঝঞ্ঝাট করতে রাজ্যের শীর্ষ পুলিশ প্রশাসনের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গুয়াহাটিতে। রাজ্য পুলিশের বিশেষ ডিজিপির পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে মহানগরের সব এসিপি, ডিসিপি এবং এডিসিপি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এডিজিপি (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচাৰ্য জানান, আসন্ন স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতা রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। খানাপাড়া ময়দানে রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠান হবে। এই ময়দানের দুই কিলোমিটার ব্যাসার্ধ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। তাছাড়া ময়দানের নিরাপত্তায় ডিএসপি স্তরের একজন অফিসার থাকবেন। গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তিনি জানান, স্বাধীনতা দিবসে নাশকতা ঘটাতে রাজ্যে প্ৰবেশ করতে পারে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর কট্টর সদস্য। তাছাড়া, রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর জেলায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে, জানান এডিজিপি ভট্টাচার্য।
এবার অসমে তিনদিন ব্যাপী স্বাধীনতা দিবস পালিত হবে বলে জানান তিনি। রাজ্যে মজুত অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়ে বলেন, জেএমবি-র গতিবিধির ওপর নজর রাখতে পুলিশ সুপারদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১ আগস্ট কোকরাঝাড়ে এবিআমসু সভাপতি লাফিকুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আততায়ী বা মাস্টারমাইন্ডকে শীঘ্রই গ্রেফতার করা হবে আশ্বাস দিয়েচেন এডিজিপি পল্লব ভট্টাচার্য।