তিরুবনন্তপুরম, ৭ আগস্ট (হি.স): খুন হওয়া আরএসএস কর্মী ৩৪ বছরের ই রাজেশের বাড়িতে গিয়ে তার পরিজনদের সঙ্গে দেখা করে এলেন কেন্দ্রীয়
অর্থমন্ত্রী অরুণ জেটলি। রবিবার তিনি রাজেশের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। রাজেশকে খুনের সঙ্গে সিপিএম যুক্ত বলে অভিযোগ উঠেছে।
এদিন জেটলি বলেছেন, বিজেপি বা আরএসএসকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। মনে রাখবেন কেরলে আমাদের দলীয় কর্মীরা একা নন। জেটলির আরও অভিযোগ, রাজনৈতিকভাবে বিরোধীদের দমন করতে সিপিএম সন্ত্রাস ছড়াচ্ছে। লেলিয়ে দিচ্ছে দলীয় কর্মীদের।
2017-08-07

