সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান, ধৃত তিন ওজিডাব্লিউ কর্মী

শ্রীনগর, ৫ আগস্ট(হিঃস)৷৷ জম্মু ও কাশ্মীরের সোপিয়ান-এর নাগবাল এলাকায় ৬২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সোপিয়ান পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালিয়ে তিন ওভার গ্রাউন্ড কর্মী (ওজিডাব্লিউ)-কে গ্রেফতার করল৷ ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে  কিছু আগ্ণেয়াস্ত্র-ও৷ সোমবার ভোররাতেই উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে সোনবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে তিন লস্কর-ই তৈবী জঙ্গি৷ ঘটনাস্থলে থেকে উদ্ধার হয়েছে তিনটি একে ৪৭ রাইফেল ও গোলাবারুদ৷ নিহত তিন লস্কর জঙ্গির মধ্যে দুজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, দুই সন্ত্রাসবাদ নাম হল-জাভিদ আহমেদ দর(বাড়ি বারামুল্লার খানপোরা এলাকায়) এবং আবিদ হামিদ মীর (বাড়ি বান্দিপোরার হাজিন এলাকায়)৷