শনিবার উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন

নয়াদিল্লি , ৪ আগস্ট (হি.স.) : শনিবার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নয়াদিল্লির সংসদ ভবনে । ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনে লড়াই করবেন এনডিএয়ের পদপ্রার্থী,বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ।এনডিএ প্রার্থীর বিরু দ্ধে নির্বাচনে লড়াই করতে দেখা যাবে কংগ্রেস নেতৃতাধীন বিরোধী জোটের প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে । শনিবার বিকেলের মধ্যেই ফলাফল জানা যাবে ।

অন্যদিক, সংখ্যাতত্ত্বের বিচারে এনডিএ পদপ্রার্থী ভেঙ্কাইয়া নাইডুর জয় একপ্রকার নিশ্চিত। উপ-রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভারতের দুই প্রাদেশিক দল বিহারের জনতা দল ইউনাইটেড ও ওডিশার বিজু জনতা দল বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল । কিন্তু শনিবার এই দুইটি দল গোপালকৃষ্ণ গান্ধীকে সমর্থন করবে । উল্লেখ্য বিহারে বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়লেও উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রাক্তন আইএএস অফিসার তথা পশিম বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকেই সমর্থন করবেন ।

শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংসদ ভবনে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে । নির্বাচন কমিশনের পক্ষ জানানো হয়েছে ভোট হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হয়ে যবে । সন্ধ্যা ৭ টার সময় ফলাফাল ঘোষণা করা হবে । আগামী ১০ আগস্ট বর্তমান উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির কার্যকাল সমাপ্ত হচ্ছে । উনি টানা ১০ বছর উপ-রাষ্ট্রপতি পদে ছিলেন । সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা ও লোকসভার সাংসদরা এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে । দুই কক্ষ মিলিয়ে ৭৯০ জন সংসদ ভোট দেবেন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে । উল্লেখ্য লোকসভায় ৫৪৫ টি আসনের মধ্যে বিজেপির আছে ২৮১ জন সাংসদ ও এনডিএর জোটের মিলিত আসন সংখ্যা ৩৩৮ । পাশাপাশি রাজ্যসভায় ২৪৭ আসনের মধ্যে ৫৬ টি আসন বিজেপির দখলে । কংগ্রেসের দখলে রয়েছে ৫৯ টা আসন ।