নয়াদিল্লি , ৫ আগস্ট (হি.স): শনিবার থেকে আগামী তিনদিন পর্যন্ত সংসদের দুই কক্ষের সমস্ত অভিবেশন বন্ধ থাকবে ।শুক্রবার এক বিঞ্জপ্তি জারি করে জানানো হয় যে আগামী তিনদিন সংসদে চলা বাদল অধিবেশনের সমস্ত কাজ স্থগিত থাকবে।সূত্র থেকে জানা যাচ্ছে শনিবারে ভারতের ত্রয়োদশ উপ-রাষ্ট্রপতি নির্বচন দিল্লি সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।ওই দিনই ফল ঘোষণা করা হবে। তাই সেই দিন সংসদের কোন অধিবেশন হবে না । পাশাপাশি রবিবার ছুটির দিন থাকার দরুণ সংসদ বন্ধ থাকবে আর সোমবার রাখী পূর্ণিমা থাকার কারণে সেই দিনও যথারীতি বন্ধ থাকবে সংসদ।
আগামী মঙ্গলবার থেকে যথারীতি সংসদের অধিবেশন চলবে।উল্লেখ্য ১৭ ই জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে বিরোধীদের হাঙ্গামার ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে।১১ আগস্ট শেষ হবে বাদল অধিবেশন।তাই এই সময়ের মধ্যেই বিলম্বিত হয়ে থাকা বিলগুলোকে পাশ করাতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন দল।