পিএসইউ’র কর্মীদের বেতন ঠিক করতে হবে বোর্ডকেই ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট৷৷ সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের বেতন ঠিক করতে তাদের পরিচালন বোর্ডকেই৷ স্পষ্টভাবেই একতা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ গত ১ এপ্রিল থেকে রাজ্য সরকারী কর্মচারীদের জন্য চালু হয়েছে নতুন বেতন-ক্রম৷ সরকার জানিয়েছিল স্বশাসিত সংস্থাগুলিও চাইলে এই বেতন-ক্রম চালু করতে পারে৷ রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠালে সেইমত অর্থ বরাদ্দ দেওয়া হবে৷ কিন্তু রাজ্যের প্রায় ১২ টি অধিগৃহীত সংস্থার কর্মচারীর কি হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, প্রত্যেকটা সংস্থার বোর্ডকে এ ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হবে৷ উল্লেখ্য, চারটি অধিগৃহীত সংস্থা লাভে চলছে৷ এগুলো হল টিআইডিসি, টিএফডিপিসি, টিএফডিপিসি, হাউজিং বোর্ড ও টিএনজিসিএল, এই সংস্থাগুলির কর্মীদের বেতন কি হবে তা বোর্ড গুলিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ কিন্তু অলাভজনক সংস্থাগুলিকে রাজ্য সরকারের সাথে আলেচনা করে এরপর বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা আরও জানিয়েছেন, রাজ্য সরকারী কর্মচারীরা পুরানো হারেই সিএ পাবেন৷