নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব৷ বুধবার শিলচরের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি৷ বৃহস্পতিবার সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতার৷ ত্রিপুরার রাজনীতিতে গত ৩৬ বছরের কোলে আসা স্মৃতির কথা তোলে ধরেন কংগ্রেস নেতারা৷ সন্তোষ মোহনের মৃত্যুর খবর পেয়ে বিদেহী পরিবারের প্রতি প্রদেশ কংগ্রেসের পক্ষে ছুটে গিয়েছেন পরিষদীয় দলনেতা বিধায়ক গোপাল রায়, সদর জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা, সাধারণ সম্পাদক সমরজিৎ দে প্রমুখ৷ শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক গোপাল রায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অভিভাবক হারিয়েছে বলে জানিয়েছেন৷ ১৯৮৯ সানে ত্রিপুরা থেকে সাংসদ মনোনীত হয়ে রাজ্যের উন্নয়নে প্রয়াত সাংসদের সংগ্রামী জীবনের প্রেক্ষাপট তোলে ধরেছেন৷ সন্তোষ মোহনের শেষকৃর্ত্য যোগদান করতে সবদিক থাকলে সর্বভারতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ও উপস্থিত থাকবেন বলে দিল্লী সূত্রে জানা গিয়েছে৷ শিলচর সহ গোটা উত্তর পূর্ব ভারতের সমস্ত কংগ্রেস নেতা এবং কর্মীদের জনোচ্ছাসে শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা৷
এদিকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিন এক বিবৃতেত বলা হয়েছে সন্তোষ মোহন দেবের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ প্রয়াতের পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে৷ সন্তোষ মোহন দেব সক্রিয়ভাবে স্বৈরাচারি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন সংগঠিত করেছিলেন৷ এবং তার ফলশ্রুতিতে ৫ ফেব্রুয়ারী, ১৯৮৮ সালে ত্রিপুরায় কংগ্রেস-টিইউজেএস জোট সরকার প্রতিষ্ঠা হয়৷ যা ত্রিপুরার শান্তিপ্রিয় গণতন্ত্রকামী জনগণ বিনম্র চিত্তে স্মরণ করেন আজও৷
2017-08-03

