পাটনা, ২ আগস্ট (হি.স.): পুনরায় বেলাইন হল ভারতীয় রেল| বুধবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ বিহারের কৈমুর জেলায়, গয়া-মুঘলসরাই রুটের করমনাস ও ধানাইচা রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় মালগাড়ির ১৫-১৬টি বগি| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, মালগাড়ির ১৫-১৬টি বগি বেলাইন হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়েছে মুঘলসরাই-হাওড়া রুটের ট্রেন চলাচল| তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন-ও|
পূর্ব-সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ বিহারের কৈমুরে গয়া-মুঘলসরাই রুটের করমনাস এবং ধানাইচা রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় মালগাড়ির ১৫-১৬টি বগি| এই ঘটনার জেরে বিপর্যস্ত হয়েছে ব্যস্ততম মুঘলসরাই-হাওড়া রুটের ট্রেন চলাচল| বেশ কয়েকটি ট্রেন অন্য রুট থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়| পূর্ব-সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, কি কারণে বেলাইন হল মালগাড়ির ১৫-১৬টি বগি, তা তদন্ত করে দেখা হচ্ছে|