সড়ক সংস্কারের দাবীতে কদমতলায় অবরোধ জনতার ,হেনস্থা করার লক্ষ্যে এই আন্দোলন, অভিযোগ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ জুলাই৷৷ উত্তর জেলার কালাছড়া ব্লকাধীন নতুন বাজার এলাকায় কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ৷ পথ মেরামতির দাবীতে এই অবরোধ৷ সকাল ৯টা থেকে পথ অবরোধে বসে প্রায় ৩শ স্থানীয় পুরুষ মহিলা৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এস ডি এম প্রদীপ আচার্য্য, এস ডি পি ও জ্যোতিশমান দাস চৌধুরী, কালাছড়া ব্লকের বি ডি ও আশিষ বিশ্বাস সহ উচ্চাদস্থ আধিকারীকরা৷ স্থানীয় জনগণ বাঁশ ও টায়ার দিয়ে পথ অবরোধ করে স্লোগান দিতে শুরু করে৷ তাদের দাবী কমদতলা ধর্মনগর সড়ক থেকে ৪৪ নং জাতীয় সড়ক সংলগ্ণ লক্ষীনগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথের বেহাল দশা৷ দীর্ঘ ৩০ বছর যাবৎ এই পথটি ব্যবজীর্ণতার ভুগছে কিন্তু স্থানীয় পত্যকরায় গ্রাম পঞ্চায়েত বা ব্লক মেরামতির কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ দীর্ঘ দিন যাবৎ নরক যন্ত্রনা সহ্য করতে না পেরে গতকাল রাতের আধারে কে বা কারা রাস্তার উপরের কিছুটা অংশের ইট তুলে ফেলে৷ তাই আজ সকাল বেলা স্থানীয় এলাকাবাসী রাগে কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ করে বসেন৷ এস ডি এম প্রদীপ আচার্য্যের মুখের কথা ক্ষুব্ধ স্থানীয় জনগণ মানতে নারাজ৷ এস ডি এম ঘোসা করে উনার শিত তাপ নিয়ন্ত্রিত অফিসে চলে যান৷ অবশেষে কালাছড়া ব্লকের বি ডি ও আশিষ বিশ্বাস আশ্বাস্থ করেন যে আগামীকাল থেকে ঐ ৩ কিলোমিটার পথের মেরামতির কাজ শুরু হবে৷ বি ডি ও বাবুর আশ্বাসে আশস্থ হয়ে বিকেল তিনটে নাগাদ অবরোধ প্রত্যাহার করে স্থানীয় জনগন৷ টানা ৬ ঘন্টা ব্যস্ততম পথ অবরোধের ফলে যাত্রী দুর্ভোগ হয় চরম৷ অপরদিকে রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিথা নাথ সকাল ১১৩০ মিনিট থেকে এই পথ অবরোধে আটকে পড়েন৷ অবরোধে আটকে পড়ে লালছড়া গ্রাম পঞ্চায়েতে উঠেন৷ একটি সরকারী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বেলা ১১৩০ মিনিটের সময় বাড়ী থেকে রওয়ানা হয়েছিলেন মন্ত্রী৷ কিন্তু উদ্দেশ্য প্রনোদিত ভাবে উনাকে হেনস্থা করার জন্য নতুন বাজার এলাকায় কিছু যুবক স্থানীয় জনগণ নিয়ে পথ অবরোধ করে বসে বলে মন্ত্রী বিজিতা নাথের অভিযোগ৷ উনি আরও বলেন, বিজেপি দলের কিছু কর্মীরা এই কান্ডটি সংঘটিত করেছে বলে উনি ক্ষোভ উগরে দেন৷