নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে স্বচ্ছ ভারত মিশনের কোটি কোটি টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ তোলেছেন প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক৷ কামালঘাটে কাঁচা লেট্রিনের সেফটি ট্যাঙ্কে পড়ে মৃত্যু হওয়া শুকলাল সরকার এবং খোকন সরকারের বাড়ি ঘুড়ে এসে বৃহস্পতিবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তুলোধুনো করেছেন তিনি৷ গ্রামে ৬০ শতাংশ বাড়িঘড়ে সুলভ শৌচাগার নেই৷ শহরতলির কামালঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত মিশন এখনো সংকীর্ণ রাজনীতির জাতাফলে চালু করেনি মানিক বাবুরা, অভিযোগ করেছেন সুবল ভৌমিক৷ মর্মান্তিকভাবে মৃত্যু হওয়া পরিবারকে প্রশাসন থেকে ৫ হাজার টাকা করে দিয়ে দায়িত্ব খালাস করেছেন মহকুমা প্রশাসন৷ নিহত হতদরিদ্র পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানিয়েছেন তিনি৷ স্থানীয় কোন নির্বাচিত জনপ্রতিনিধি গিয়ে দাড়ায়নি অসহায় পরিবারের পাশে৷ প্রদেশ বিজেপি সাধ আর সাধ্যের মধ্যে নিহত পরিবার গুলির জন্য দলীয় আলোচনার পর সাহার্য্য করার কথা জানিয়েছেন সুবল ভৌমিক৷
2017-07-21

