নিজস্ব প্রতিনিধি, মনু, ছৈলেংটা, আমবাসা, ১৯ জুলাই৷৷ জাতীয় সড়ক ও রেল অবরোধের জেরে রাজ্য যখন ভয়ানক সমস্যাক্রান্ত হয়ে পড়েছে, এই অবস্থায় আজ বুধবার কংগ্রেসের ডাকা বন্ধে বিপর্যস্ত জনজীবন, সেই পরিস্থিতিতে ধলাই জেলার লংতরাইভ্যালীর মনু এবং ছৈলেংটায় বিজেপি ও সিপিএমের সংঘর্ষে এক সিপিএম কর্মী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন৷ গুরুতর আহত হন মনু থানার ওসি৷ রাজনীতির যুপকাষ্টে এক তরুণের প্রাণ বলি হল৷ ত্রিপুরা আবার রক্তে ভাসল৷ সড়ক ও রেল অবরোধ, কংগ্রেসের ডাকা বন্ধ, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাজনৈতিক সংঘর্ষে হতাহতের ঘটনা সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে৷
সংবাদে প্রকাশ, বুধবার বিকালে মনু এবং ছৈলেংটাতে সিপিএমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের প্রতিবাদে মিছিল সংঘটিত করা হয়৷ এই মিছিল চলাকালীন সময়ে বিজেপির পক্ষ থেকেও পাল্টা একটি মিছিল করা হয় বড়মুড়ায় আইপিএফটির অবরোধ আন্দোলন প্রতিহত করতে রাজ্য বামফ্রন্ট সরকারের ব্যর্থতার প্রতিবাদে৷ দুটি জায়গাতেই মিছিল ঘিরে টানটান উত্তেজনার পরিবেশ ছিল৷ যদিও পুলিশ প্রশাসন গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে সফল হয়৷ মিছিল শেষ হয়ে যাওয়ার পর রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ ছৈলেংটাতে সিপিএম এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়৷ সংঘর্ষের সূত্রপাত হয় একটি দোকানে সিপিএম ও বিজেপি কর্মীর মধ্যে এদিনের মিছিল নিয়ে কথা কাটাকাটি থেকে৷ একে অপরকে মারধর করে৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় দলের শতাধিক কর্মী সমর্থক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ একপ্রকার রক্তহোলি চলে৷ এদিকে, এই ঘটনার রেশে মনুতেও এই দুই দলের কর্মীদের মধ্যে মারধর চলে৷ সেখানে একটি শিশুকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন মনু থানার ওসি পান্না লাল সেন৷ সহ আরও কয়েকজন৷ অন্যদিকে, ছৈলেংটাতে সংঘর্ষে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতাল থেকে কয়েকজনকে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷ কুলাই হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় সিপিএম কর্মী বাবুল মজুমদারের৷ অন্যদিকে, আহাত বিজেপি কর্মী নিশি চাকমাকে গুরুতর আহত অবস্থায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷ রাত দেড়টা নাগাদ আরও একজনকে কুলাই হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ মনু ও ছৈলেংটা হাসপাতালে আরোও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন বলে খবর মিলেছে৷ এই ঘটনার পর গোটা ধলাই জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে৷ জেলার পদস্থ পুশি অফিসাররা মনু ও ছৈলেংটা ছুটে গিয়েছেন৷ জানা গিয়েছে, সংবাদ সংগ্রাহ করতে গিয়ে একজন চিত্র সাংবাদিকও গুরুতর ভাবে আহতক্রচ হয়েছেন৷
2017-07-20

