এম ডি’কে ডেপুটেশন পেনশনার্সদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ দুই দফা দাবীতে আন্দোলনমুখী টি আর টি সি’র পেনশনার্স এসোসিয়েশন এম ডি’র সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে৷ সংগঠনের সাধারন সম্পাদক শুভাষ চন্দ্র মজুমদার পেনশনার্সদের বঞ্চনায় রাজ্য সরকারকে বিধলেন৷ অভিযোগ, রাজ্য সরকারের ন্যায় টি আর টি সি সহ ই পি এফ পেনশনার্সদের পেনশন সহ সমস্ত বকেয়া ভাতা পূরণে হেলদোল নেই সরকারের৷ সুদ সমেত বকেয়া গ্র্যাচ্যুইটির টাকা অবিলম্বে প্রদান করা, মাননীয় হাইকোর্টের রায় ডাব্লউপি(সি) নং-৪২৫ ও ২০১২ অনুযায়ী হেভি ভিহেক্যালস চালকদের বকেয়া এরিয়ার টাকা প্রদান করার দাবীতে সংগঠন এম ডি’র সঙ্গে মিলিত হয়েছেন৷ শুভাষ বাবুর অভিযোগ, এম ডি কোন ইতিবাচক সাড়া দেয়নি৷ তথাকথিত বস্তাপঁচা আশ্বাস দিয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার কথা জানিয়েছেন৷ দাবী আদায়ের লক্ষ্যে টি আর টি সি ই পি এফ পেনশনার্স এসোসিয়েশন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন তিনি৷