কাঁটাতারের বেড়ার ওপারে যুবকের মৃতদেহ, সুষ্ঠু তদন্তের দাবীতে পথ অবরোধ মেলাঘরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ মৃতের পরিবারের বিক্ষোভে উত্তাল হয়েছে ভোলামুড়া৷ নিখোঁজ যুবকের লাশ বাংলাদেশের গোলাবাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ এই খবরে প্রতিবাদ মুখর হয়ে উঠে সোনামুড়া-মেলাঘর সড়কের ভোলামুড়াতে রাস্তা অবরোধে সামিল হয়েছে শনিবার পরিবারের লোকজন৷ মৃতের নাম সহিদ হুসেন (২১)৷ উল্লেখ্য, ৪৮ ঘন্টা ধরে নিখোঁজ থাকলেও সোনামুড়া থানার পুলিশ কোন তল্লাশি করেনি, অভিযোগ তোলেছে মৃতের স্ত্রী৷ ১ বছরের শিশু সন্তান নিয়ে রাস্তা অবরোধ করতেই দফায় দফায় স্থানীয় প্রশাসন অবরোধ প্রত্যাহারের দাবী জানিয়ে হতাশ হয়েছেন৷ রাস্তার দুই ধারে মৃতের স্ত্রী ও পরিবারের বিক্ষোভে হতবম্ভ হয়ে পড়েন৷ অসহায় স্বামীহারা স্ত্রী মৃতদেহ পর্যন্ত পায়নি আইনী জটিলতায়৷ বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিরা সোনামুড়া সম্মেলনে যোগ দিতে যাওয়া পথে অসহায় পরিবারের করুন অবস্থা দেখে তাদের আন্দোলনে যোগ দিতেই পরিস্থিতি উত্তাল হয়ে উঠে৷ দিনভড় সোনামুড়া -মেলাঘড় সড়কে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল৷ রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা পূর্ণিমা রায়ের অভিযোগ, সহিদের মৃত্যুর ম্যাজিষ্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস প্রদান করতে হবে৷ উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয় গোটা মহকুমাজুড়ে সহিদের মৃত্যু ঘিরে অবরোধ আন্দোলনে৷ বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিদের বুঝাতে গিয়ে বেকায়দায় পড়তে হয়েছে মহকুমা প্রশাসনকে৷ জেলা শাসকের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে মহিলা মোর্চার প্রতিনিধিরা৷ তবে, সুষ্ঠু বিচারের দাবীতে গড়িমসি হলে তীব্রতর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন বিজেপি মহিলা মোর্চা৷
এদিকে প্রশ্ণ উঠেছে কিভাবে ঐ যুবক ওপাড়ে গিয়েছে৷ কে বা কারা তাকে হত্যা করেছে৷ কেনই বা এই খুনের ঘটনা৷ এইসব প্রশ্ণগুলির উত্তর পেতে হলে পুলিশের সুষ্ঠু তদন্ত প্রয়োজন৷ তবে কতটা সুষ্ঠু তদন্ত হবে এনিয়ে মহকুমার জনমনেও প্রশ্ণ রয়েছে৷